ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক এসএমই দিবস

গ্রাহকদের মাঝে বিনিয়োগের চেক প্রদান করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৩ জুলাই ২০২৪ | আপডেট: ১৯:৩৫, ৩ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

‘এসএমই উদ্যোগে সমৃদ্ধ দেশ, স্মার্ট অর্থনীতির বাংলাদেশ’ শীর্ষক স্লোগানকে প্রতিপাদ্য করে দেশে পালিত আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসএমই গ্রাহকদের মাঝে বিনিয়োগের চেক হস্তান্তর করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী সম্মানিত গ্রাহকদের মাঝে স্মারক চেক হস্তান্তর করেন। 

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোঃ মাসুদুর রহমান শাহ ও মোঃ সিরাজুল ইসলাম, এসএমই ও এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান শাফায়েত আহমেদ চৌধুরী, সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি